অধ্যাপক, ইউসি বার্কলে
স্টুয়ার্ট জোনাথন
রাসেল একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী যিনি কৃত্রিম বুদ্ধিমত্তায় অবদানের জন্য
সুপরিচিত। তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোতে
নিউরোলজিক্যাল সার্জারির একজন অধ্যাপক এবং সেই সাথে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার
কম্পিউটার সায়েন্সের অধ্যাপক।
তিনি ১৯৬২ সালে
ইংল্যান্ডের পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
থেকে প্রথম শ্রেণীর সম্মান সহ পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি
ওয়াধাম কলেজের স্নাতকের ছাত্র ছিলেন। ১৯৮৬ সালে, তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন,
যুক্তরাষ্ট্রে তিনি মাইকেল জেনিসেরেথের তত্ত্বাবধানে ইনডাকটিভ এবং অ্যানালজিকাল
যুক্তি নিয়ে কাজ করেন।
তিনি কৃত্রিম
বুদ্ধিমত্তার আধুনিক পদ্ধতির জন্য সুপরিচিত।
২০১৯ আই ইইই প্রেসিডেন্ট অধ্যাপক, বিআইটি
তোশিও ফুকোদা জাপানি রোবোটিসিস্ট
হিসেবে পরিচিত। তিনি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক এবং নাগোয়া বিশ্ববিদ্যালয়ের
ইমেরিটাস অধ্যাপক। তিনি বুদ্ধিমান রোবোটিক সিস্টেমের উপর গবেষণায় দৃষ্টি
নিবদ্ধ করেন। আইইইই লাইফ ফেলো, আইইইই-এর প্রেসিডেন্ট-ইলেক্ট তোশিও ফুকোদাকে ৫ই অক্টোবর,
২০১৮-এ আইইইই-এর প্রেসিডেন্ট-ইলেক্টেড হিসাবে ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি, ২০২০-এ
তিনি আইইইই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৪৮ সালের ১২
ডিসেম্বর ইয়ামানাশি প্রিফেকচারের শোয়ায় জন্মগ্রহণ করেন। ফুকোদা টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়
থেকে বি.ই. ডিগ্রি অর্জন করেন এবং এমএস ও ডিএসসি ডিগ্রি অর্জন করেন টোকিও বিশ্ববিদ্যালয়
থেকে যথাক্রমে ১৯৭৩ এবং ১৯৭৭ সালে।
ফুকোদার
আইইইই পুরস্কারের মধ্যে অন্যতম হলো ২০১০ সালে আইইইই টেকনিক্যাল ফিল্ড অ্যাওয়ার্ড অন
রোবটিক্স অ্যান্ড অটোমেশন, ২০১১ সালে আইইইই/আরএসজে আইআরওএস হিরোশিমা অ্যাওয়ার্ড ফর
ইনোভেটিভ টেকনোলজিস। ২০১৫ সালে জাপান সরকার তাকে পার্পল রিবন সহ সম্মাননা পদক প্রদান
করে।
টয়োটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের সভাপতি, শিকাগো
ম্যাথিউ টার্ক শিকাগোতে
টয়োটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের সভাপতি, পাশাপাশি তিনি এমেরিটাস অধ্যাপক এবং শান্তা
বারবারার কম্পিউটার সায়েন্স বিভাগ ও মিডিয়া আর্টস অ্যান্ড টেকনোলজি প্রোগ্রামের একজন
অধ্যাপক। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, ভার্জিনিয়া
পলিটেকনিক এবং স্টেট ইউনিভার্সিটি থেকে তার শিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর বই ভিশন বেজড
ইন্টের্যাকশন নামে পরিচিত এবং তিনি আইইইই ফেলো হিসেবে পুরস্কৃত হন।
জোসেফ লরিং অধ্যাপক,
অধ্যাপক সাইফুর রহমান অ্যাডভান্সড
রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকের
ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর জোসেফ আর লরিং অধ্যাপক। তিনি
শক্তি ও বৈশ্বিক পরিবেশ কেন্দ্রের পরিচালক।
১৯৬৮ সালে বাংলাদেশ
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি সম্পন্ন করেন। ১৯৭২ সালে
ভার্জিনিয়া টেক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি অর্জন করেন।
তিনি আইইইই টেকনিক্যাল অ্যাক্টিভিটিস বোর্ড হল অফ অনার- ২০১৪, আউটস্ট্যান্ডিং
পাওয়ার ইঞ্জিনিয়ারিং এডুকেটর অ্যাওয়ার্ড, আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি- ২০১৩,
মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড, আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি- ২০১২ সহ আরও
বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন।
ইউজিন হিগিন্স, পদার্থবিজ্ঞানের অধ্যাপক
জাহিদ হাসান কোয়ান্টাম
ম্যাটারে টপোলজিক্যাল এবং এমার্জেন্ট ফিচারের উপর তার যুগান্তকারী কাজের জন্য
সুপরিচিত। প্রিন্সটনে, তিনি টপোলজিকাল কোয়ান্টাম ম্যাটার এবং অ্যাডভান্সড
স্পেকট্রোস্কোপির ল্যাবরেটরির পরিচালক।
জাহিদ হাসান
বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং পদার্থবিজ্ঞান ও গণিতে অধ্যয়নের জন্য
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যায়ে যাওয়ার আগে ঢাকা কলেজে পড়েন। ২০০২ সালে
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি পাওয়ার পর এসএলএসি/স্ট্যানফোর্ড
ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরি এবং ব্রুকভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে কাজ
করেন।
জাহিদ হাসান বর্তমানে
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের টোস্ট, যাতে সাবেক এবং বর্তমান ১৭
জন নোবেল বিজয়ীর নাম জড়িয়ে আছে । অধ্যাপক জাহিদ হাসান যুক্তরাষ্ট্রে
বাংলাদেশি এবং দক্ষিণ এশীয়দের জন্য গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।
শুবমেল-প্রেইন ফ্যামিলি প্রফেসর, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
কেভিন ডব্লিউ বোয়ার
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের শুবমেল-প্রেইন ফ্যামিলি
প্রফেসর হিসেবে পরিচিত। তিনি কম্পিউটার ভিশন এবং প্যাটার্ন রিকগনিশন, বায়োমেট্রিক্স,
অবজেক্ট রিকগনিশন এবং ডেটা সায়েন্সের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমেরিকান
অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স (এএএএস) -এর একজন স্কলার।
অধ্যাপক কেভিন ডব্লিউ বোয়ার
বায়োমেট্রিক্স বিজ্ঞান এবং প্রকৌশল তার যুগান্তকারী অবদানের জন্য আই-ইইই কম্পিউটার
সোসাইটির টেকনিক্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবার পাশাপাশি আই-ইইই বায়োমেট্রিক্স
কাউন্সিল মেরিটরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড পান।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের আইইইই বায়োমেট্রিক্স কাউন্সিলের, সাবেক সভাপতি
অধ্যাপক মার্ক এস
নিক্সন আইইইই পিএসপিবি-র সাবেক ভাইস-চেয়ারম্যান এবং আইইইই বায়োমেট্রিক্স
কাউন্সিলের সাবেক সভাপতি। ২০১৯ সালে তিনি সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে
ইলেকট্রনিক্স এবং কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন।
তার জন্ম ৪ই মে ১৯৫৮। তিনি
ইউনিভার্সিটি অব রিডিং থেকে বিএসসি সাইবারনেটিক্স সায়েন্সে সাবসিডিয়ারি গণিত নিয়ে ১৯৭৯
সালে স্নাতক হন। তিনি ১৯৮৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড এস্টিমেশন
থিওরিতে ডক্টরেট সম্পন্ন করেন।
২০১৭ থেকে ২০১৮ সাল
পর্যন্ত, তিনি আই-ইইই বায়োমেট্রিক্স কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন
করেছেন। ২০১৮ সাল থেকে তিনি আইইইই পিএসপিবি এর ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন
করেছেন।
২০০৮ সালে তিনি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন
অব প্যাটার্ন রিকগনিশন (আইএপিআর) এর ফেলো হিসেবে স্বীকৃতি পান, এছারাও পরবর্তীতে তিনি
আরও বেশ কিছু অ্যাওয়ার্ড ও সম্মাননা অর্জন করেন।