মুজিব ১০০ আইডিয়া প্রতিযোগিতা (শীর্ষ ১০০ আইডিয়া থেকে তথ্য)
সম্মানিত অংশগ্রহণকারী,
আপনাকে অভিনন্দন!!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা-২০২১ এ আপনার জমা দেয়া আইডিয়া নির্বাচিত ১০০ আইডিয়া এর মধ্যে স্থান করে নিয়েছে।
আপনারা অবগত আছেন যে, দ্বিতীয় ধাপের এই বাছাই প্রক্রিয়ায় সম্মানিত বিচারকগণের বিস্তারিত মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০০ আইডিয়া নির্ধারণ করা হয়েছে। সকল আইডিয়া ৫জন এ্যাকাডেমিশিয়ান ও ১ জন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ দ্বারা ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়েছে, এবং এই মূল্যায়নের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্য হতে মুজিব ১০০ আইডিয়া নির্বাচন করা হয়েছে যা নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিলো আমাদের জন্য।
সর্বশেষ ধাপে, এই শতটি আইডিয়া থেকে সেরা ১০ আইডিয়া নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নোক্ত গুগলফর্মে (গুগল ফর্ম -১) আগামী ২৮ নভেম্বর ২০২১ রবিবার দুপুর ১২:০০ টার মধ্যেই অবশই প্রেরন করতে হবে।
গুগল ফর্ম -১ঃ https://forms.gle/oBa8HF8trk3Mbj556
আগামী ১০-১১ তারিখে অনুষ্ঠিতব্য IC4IR আন্তর্জাতিক সম্মেলন ও মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠান কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) আপনাদের PR/FAQ প্রদর্শনীর জন্য আইডিয়াভিত্তিক একটি ভিডিও এবং একটি পোস্টার নিচের গুগল ফর্মের মাধ্যমে আগামী ০১ ডিসেম্বর, ২০২১ তারিখ বুধবার দুপুর ১২:০০ টার মধ্যে অবশই জমা দিতে হবে। পোস্টার এবং ভিডিও তৈরির প্রয়োজনীয় নির্দেশনা গুগল ফর্মে (গুগল ফর্ম -২) পাওয়া যাবে এবং এব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা আগামীকাল ২৬ নভেম্বর রাতে আমাদের ওয়েবসাইটে (https://www.ic4irb.org/mujib100ideas) প্রকাশ করা হবে।
গুগল ফর্ম -২ঃ https://forms.gle/5Fr4ADNWignmfqfZA
এখানে উল্লেখ্য যে, মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী দিবসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সেরা দশ আইডিয়া ঘোষিত হবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে, আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।
আপনার আইডিয়া দেশ, বিশ্ব তথা মানবকল্যাণে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা প্রত্যাশা করছি।
মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা-২০২১ এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।
গুরত্বপূর্ণ ও অপরিবর্তনীয় তারিখ ও সময়ঃ
তারিখঃ ২৮ নভেম্বর ২০২১ রবিবার দুপুর ১২:০০ টা
গুগল ফর্ম -১ঃ https://forms.gle/oBa8HF8trk3Mbj556
গুগল ফর্ম -২ঃ https://forms.gle/5Fr4ADNWignmfqfZA